প্রতিষ্ঠানের ইতিহাস ও পরিচিতি
বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার অন্তর্গত ৮নং শুলকবহর ওয়ার্ডের ষোলশহর রেলওয়ে জংশনের পূর্বপাশে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর উত্তর পাশে বন গবেষণা ইনষ্টিটিউটের নিজস্ব এলাকায় বন গবেষণা ইনষ্টিটিউটের তৎকালীন কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় সহযোগিতায় মনোরম প্রাকৃতিক পরিবেশে ১৯৭৭ সালে বন গবেষণাগার আবাসিক এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের বন বিভাগের পত্র নং ১/বন (ভূ্বঃঃ)-৮/৮৮/৪৩০ তারিখ ১৮-০৬-৮৯ইং ০৪-০৩-৯৬ বাংলা অত্র বিদ্যালয়ের নামে ২.২৫ একর জমি বরাদ্দ করে। ১৯৮৬ সালে ৬ষ্ঠ শ্রেণী খোলার মাধ্যমে উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম আরম্ভ হয়। ১৯৮৯ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা থেকে নবম শ্রেণী খোলার অনুমতি লাভ করে এবং ১৯৯১ সাল থেকে শিক্ষার্থীরা মানবিক ও বিজ্ঞান শাখায় এস. এস. সি পরীক্ষায় অংশ গ্রহণ করে । ১৯৯৯ সালে ব্যবসায় শিক্ষা শাখা খোলার মাধ্যমে বিদ্যালয়টি একটি বহুমুখী উচ্চ বিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করে।১৯৯৩ সালে প্রধান শিক্ষক সহ সর্বমোট ১৬ জন শিক্ষক এবং ০১ জন তৃতীয় ও ০৩ জন ৪র্থ শ্রেণীর কর্মচারীসহ মোট ২০ জন শিক্ষক-কর্মচারী সরকারী অনুদান ভূক্ত হয়। তৎকালীন শ্রম ও জনশক্তি বিষয়ক মানণীয় মন্ত্রী জনাব এম এ মান্নান সাহেবের প্রচেষ্টায় সরকারী অনুদানে ১৯৯৮ সালে উত্তর পাশে দুই কক্ষবিশিষ্ট একতলা পাকা লাইব্রেরী ভবনটি এবং ২০০১ সালে সাত কক্ষবিশিষ্ট দুই তলা একাডেমিক ভবনটি নির্মিত হয়।