+8802334482954
Today | : | 18 |
---|---|---|
Yesterday | : | 49 |
Last 7 Days | : | 8283 |
Total | : | 37971 |
বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বন গবেষণা ইনষ্টিটিউট, চট্টগ্রাম এ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় সহযোগিতায় মনোরম প্রাকৃতিক পরিবেশে ১৯৭৭ সালে বন গবেষণাগার আবাসিক এলাকায় “বন গবেষণাগার প্রাথমিক বিদ্যা নিকেতন” নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন পর ১৯৮৯ সালে প্রাথমিক বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে এবং ১৯৮৯ সালে উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়ে ১৯৯১ সালে অত্র বিদ্যালয়ের থেকে মানবিক ও বিজ্ঞান বিভাগে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এস. এস. সি পরীক্ষায় অংশগ্রহণ করে। বর্তমানে বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ে প্রায় ৬৫০ জন ছাত্র- ছাত্রী অধ্যয়নরত । প্রতিষ্টানটিতে মোট ১৫ জন শিক্ষক- শিক্ষিকা , ০২ জন অফিস সহকারী এবং ০৪ জন কর্মচারী কর্মরত আছেন । শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সৃজনশীল পদ্ধতি অবলম্বনের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষক- শিক্ষিকাদের জন্য চাকুরীকালীন বিভিন্ন ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়। পাঠ দানের আধুনিক পদ্ধতি রপ্ত করে তা বাস্তবায়নের জন্য শিক্ষক মন্ডলী অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। বর্তমানে অত্র বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা এস. এস. সি. ও জে. এস. সি. পরীক্ষায় কৃতীত্বের স্বাক্ষর রেখে চলেছে।